কবির নৈতিকতা (sonnet)





 

কবি বড়ই আবেগী ও গম্ভীরময়
কবি কথা কয়, হাসে, একাকী কল্পনে
কখনো করুন কান্না করে সে নির্জনে
সুখে-দুখে সম ভাবে চিন্তন সদয়
সে বড়ই মর্মে বাধা, ত্যাগে নিরাময়
নৈতিকতার চেতনা করে প্রতিক্ষণে
রত্ন রূপী নীতি ভরে, তার নিজ মনে
নীতিতে জীবন-গল্প করে সজ্জাময়

সবে হতে পারে দক্ষ, তার স্ব-পেশাতে
তবে কবি কেন দক্ষ হবেনা মহত্বে?
তার চিন্তা বড় ব্যস্ত নীতি কবিতাতে
তাই গবেষণা করে আদর্শের তত্ত্বে
কবির গৌরব নয়, আত্ম ধন-রত্নে ;
কত ভারি নীতি চিন্তা, রাখে বড় যত্নে

No comments:

Post a Comment