ভালবাসা ভাল সত্ত্বা (sonnet)




ভালবাসার প্রথায় কেন অশ্লীলতা?
কেন স্বার্থ আশা কর তুমি ভালবেসে?
কিছু পেতে কত মিথ্যা ছল অবশেষে।
ভালবাসা ওসে নয় তা প্রলভনতা।
ভালবাস বলে কেন নিচু মানবতা?
কেন নত সব দিতে তাকে ভালবেসে?
কিছু দিলে তবে কেন ব্যাথিত না হেসে?
ভালবাসা ওসে নয় তা তো কার্পণ্যতা।

ভালবাসা শব্দটির মানে হিতৈষণা।
তার মঙ্গলের লক্ষে করা হিত সাধ্য।
তবে তা সত্য ন্যায় ও নিষ্পাপে সাধনা।
ভালবাসা ভাল সত্ত্বা হতে করে বাধ্য।
সম্পর্ক বা শারীরিক ভালবাসা নয়।
ভালবাসা বিনা স্বার্থে সর্বদা সদয়।

____ঢাকা ১৪/০৩/২০১৬

No comments:

Post a Comment