অটোরিক্সা


 .......ফয়সাল আহমেদ



     বগুড়া শহরের কলোনীতে, কিছু পন্য ক্রয়ের জন্য এক মুদিখানার দোকানের সো-উইন্ডোতে (বহিঃজানালা) দাড়িয়ে ছিল ফয়সালএ সময় হঠাৎ তার মুঠোফোনের রিংটোন বেজে ওঠলফয়সাল মুঠোফোনটিকে তার পকেট থেকে বের করার লগ্নে, হাতের ডানদিক দিয়ে হেঁটে চলা এক চোঁখ ধাঁধানো কুমারীকে দেখে স্থবির হয়ে গেলভুলে গেল তার কলটি রিসিভ করা ও পণ্য ক্রয় এর কথাটাওসেই মেয়েটার নাম জ্যোতি; আর তার সঙ্গে মৌমিতা ও তানিয়া নামে দুইজন বান্ধবী ছিলতারা সকলেই এক সঙ্গে, একটি অটোরিক্সাতে (ব্যাটারী-চার্জে চালিত একটি ছোট আকৃতির গাড়ী) উঠলতৎসঙ্গে ফয়সালও উঠলগাড়িটা যাচ্ছিল উত্তরে সাতমাথার দিকেএ সময় তাদের মধ্যে কিছু কথোপকথনঃ
তানিয়াঃ আগে কোন্‌ মার্কেটে যাবি?
মৌমিতাঃ গেলেই হলো একটাতে
জ্যোঃ আগে নিউ মার্কেটে যাব