কারো সাথে সম্পর্ক করা কিংবা তাকে পাওয়া মানে ভালবাসা নয়। ভালবাসা মানে, নিজেকে তার তরে বিষর্জণ দেয়া।
___ ফয়সাল আহমেদ
মেয়েরা ভয়াবহ রকমের নির্দয়। সামান্য কলুষতায় বৃহত্‍ শাস্তি দিতে পারে।
___ ফয়সাল আহমেদ

তোমার বিনিময়ে

___ ফয়সাল আহমেদ




ও মেয়ে ; আমি আমাকে চাই দিতে, শুধু তোমাকে তোমার বিনিময়ে।
বল মেয়ে ; নেবে কি না নেবে তুমি বল, মনে বড়ই আনন্দ নিয়ে

মোর জীবন নামের নদে, হয়ত নৌকা নাই, তাই ভেলা বানিয়ে ভাসাব
আর বহিবার তরে যদি, বৈঠা না পাই, তবে পাল তুলিয়ে দেব।
এই পাল তোলা ভেলায় চড়বে কি?  ভাসবে কি তুমি মেয়ে?
তবে আসো মনে স্ফূর্তি নিয়ে, আমি আছি তব পথ চেয়ে

জানি গোপাল-ভাঁড়ের বই, আমার কাছে নাই, তাই গল্প বানিয়ে শোনাব।
আর আমার প্রতি যদি, মনোযোগ পাই, তবে আমায় নিয়ে হাসাব।
এই বানানো গল্প শুনবে কি?  হাসবে কি তুমি মেয়ে?
তবে আসো মনে স্ফূর্তি নিয়ে, আমি আছি তব পথ চেয়ে



অটোরিক্সা


 .......ফয়সাল আহমেদ



     বগুড়া শহরের কলোনীতে, কিছু পন্য ক্রয়ের জন্য এক মুদিখানার দোকানের সো-উইন্ডোতে (বহিঃজানালা) দাড়িয়ে ছিল ফয়সালএ সময় হঠাৎ তার মুঠোফোনের রিংটোন বেজে ওঠলফয়সাল মুঠোফোনটিকে তার পকেট থেকে বের করার লগ্নে, হাতের ডানদিক দিয়ে হেঁটে চলা এক চোঁখ ধাঁধানো কুমারীকে দেখে স্থবির হয়ে গেলভুলে গেল তার কলটি রিসিভ করা ও পণ্য ক্রয় এর কথাটাওসেই মেয়েটার নাম জ্যোতি; আর তার সঙ্গে মৌমিতা ও তানিয়া নামে দুইজন বান্ধবী ছিলতারা সকলেই এক সঙ্গে, একটি অটোরিক্সাতে (ব্যাটারী-চার্জে চালিত একটি ছোট আকৃতির গাড়ী) উঠলতৎসঙ্গে ফয়সালও উঠলগাড়িটা যাচ্ছিল উত্তরে সাতমাথার দিকেএ সময় তাদের মধ্যে কিছু কথোপকথনঃ
তানিয়াঃ আগে কোন্‌ মার্কেটে যাবি?
মৌমিতাঃ গেলেই হলো একটাতে
জ্যোঃ আগে নিউ মার্কেটে যাব