কাদঁতে দাও

___ফয়সাল আহমেদ


জীবনে মোর অনেক কষ্ট
আর আছে অনেক বেদনা।
তবে কেন বলছ আমায়,
“আর তুমি কেদঁনা ?”

হয়তবা এ কান্নার জলে
হবেনা নদী, হবেনা সাগর।
হয়তবা এ কান্নার জলে
ভাসবে না নগর, ভাসবেনা শহর।
তবু মোরে কাদঁতে দাও
দুর যদি হয় যাতনা।
তবে কেন বলছ আমায়,
“আর তুমি কেদঁনা ?”

আমি চলি যে নদীর কিনারা দিয়ে,
নাও এর ঘাটে ভিড়ার দায় ;
সেই আমার পদ চারনে,
সে কিনারায় ভেঙ্গে যায়।

আমি যে গাছে
শক্ত করে বাধিঁলাম বাসা ;
উত্তাল ঝড়ে সে গাছই যায় ভেঙ্গে ;
দূর্বল করে বেঁচে থাকার আশা।

আমি যে আলোকচ্ছটা দেখে
এগুতে চাই পথ প্রলভে ;
সে পথের আলো‘ই তখন
সহজেই যায় নিভে।

এভাবে মোর জমেছে কষ্ট,
আর জমেছে অনেক বেদনা।
তাই মোরে কাদঁতে দাও ;
তাতে আর, বারন করনা।













নবরুপি চেতনা

__ ফয়সাল আহমেদ

কোন সে পথে চলি আমি?
কোনটি যে আমার ঠিকনা?
কি এমন ভাবি সারাদিন?
কেনোইবা আমি এত আনমনা?
শুধু মনে হয়, অব্যাক্ত কোন এক অনুভুতি
বারবার ছুতে চায় আমায়।
আর কি যেন এক নবরুপি চেতনা,
ক্ষনে ক্ষনে হানছে আঘাত, আমার আবেগী কল্পনায়।

বন্ধু মানে কি

___ফয়সাল আহমেদ

বন্ধু মানে এমন একজন
যাকে হাত বাড়ালেই পাবে সারাক্ষণ।
বন্ধু মানে এমন একজন
যে দুরে থেকেও ভাববে আপন।

বন্ধু মানে এমন একজন
যার উদ্দেশ্য স্বার্থ নয়।
হয়তবা সে চায়,
শুধু বন্ধুত্বের জয়।

হয়তবা কোন গ্লানি ভরা মুহুর্তে,
বন্ধুরাই দিতে পারে সান্ত্বনা।
বন্ধুরাই দেখ বুঝতে পারে,
তোমার মনের যন্ত্রনা।

বন্ধুরাই পারে দেখিয়ে দিতে,
নতুন পথের নিশানা।
বন্ধরাই হয় পথের সঙ্গি,
তাও রেখ জানা।

একটুখানি বন্ধুর সহমর্মিতা
আর কিছু উৎসাহ নেয়া ;
এটাই তো হতে পারে
বন্ধু হয়ে বন্ধুর চাওয়া-পাওয়া।

বন্ধু মানে হয়তবা
প্রেম-ভালোবাসা নয়।
তবুও তাদের মাঝে
ভালো সম্পর্ক রয়।

বন্ধুরা সবাই করে গল্প-গুঞ্জন,
দেয় আড্ডা, করে ছুটাছুটি ;
হয়তবা দেখবে কখনো,
খুশির ভরে করছে লুটোপুটি।

এটাই তো বন্ধুত্ব।
এটাই তো বন্ধুর প্রতি বন্ধুর মমত্ব।