তুমিও কি

___ফয়সাল আহমেদ

কখনো দেখি নীল আকাশে
সাদা মেঘের ছড়াছড়ী।
আবার ঝাক বেধেঁ পাখির দল
দিয়েছে কোথাও পাড়ী।

রাতের আধারে কখনো দেখি
জোনাকীদের খেলা।
আবার উপরে তাকালে দেখি
উজ্জল তারার মেলা।

তুমি না থাকলে কাছে
এগুলো দেখি যে কত!
মনে হয় তুমিও তা
দেখছো আমার মত।

হয়তবা কখনো উষ্ণদেহ
ঠান্ডা করে দেয় বাতাস।
গোধুলী লগনে সূর্যকে নিয়ে
মন মাতিয়ে দেয় আকাশ।

কখনও আবার শীতের দিনে
হরেক রঙ্গে দেখি শিশির কনা।
সুগন্ধ বিলায় আমারই জন্য
নিঃস্বার্থে হাসনেহেনা।

এগুলো দেখার এমন সময়
মনে করি আমিঃ-
প্রকৃতির কাছে করেছো অনুরোধ,
আমাকে দেখাবার জন্য,তুমি।

যখন শরৎকালের কাশঁবনে
কাশঁফুল ছুয়ে যাই,
তার মাঝে আমি যেন
তোমারই ছোয়াঁ পাই।

বসন্তকালের কোকিলের কন্ঠের
সুমধুর রেশ বাজে।
যখন প্রকৃতি ফুলে-ফুলে
সজ্জিত হয়,নব সাজেঁ।

এগুলোর মাঝে বিবাগী এ মন,
শুধুই ভাবে তোমকে ।
তুমিও কি ভাবতে থাকো,
ঠিক এমনটাই আমাকে ? 







___নিজ বাসভবন, 13/01/2011