চুরি করে



















এই তো সেদিন দিলি, মোরে তুই প্রমা,
দুই দিনের মহিতে গড়ি মোরা নাম,
আত্মার প্রস্থানে রবে না দেহের দাম।
তবে কেন চুরি করে চলে গেলি রে মা!
জিম্মি করে কি নিতাম, আমি নয়া জামা?
মিঠাই খেতে কি আমি জিদ করিতাম?
নাকি পুতুল খেলার খেলনা নিতাম?
তবে কেন চুরি করে চলে গেলি রে মা!

যাবার পূর্বে আমায় জানাতিস যদি,
শিকল পড়ে দিতাম তোর দুটি পায়
কিছু দিয়ে ঘিরিতাম বাড়ির চেীহদ্দি।
তবুও যদি যেতিস ছেড়ে এ আমায়,
তবে কষ্ট কম হত ; হেতু ভাবিতাম,
চেষ্টা করেও পারিনি- তা মেনে নিতাম
___ ফয়সাল আহমেদ