জ্ঞানের আর্বতন (sonnet)


জ্ঞান তোকে ভালোবাসে মানব সকলে।
মিথ্যে নয় মৃদুও নয় প্রকটভাবে।
আশায় থাকে তব দেখা কখন পাবে।
তোকে পাবার আগে ছুটেছে কুলে-কুলে,
ঘুরেছে ডালে-ডালে,থেকেছে বহু হালে।
কিন্তু তব প্রাপ্তির আশা মিটেছে কবে?
ক্রমাগত তুমি আসিতেছ নব ভাবে!
তাই তো দেখি তোকে আর্বতনের ছলে।

তোর তারনে, আজ দূর্জয় হচ্ছে জয়;
পূর্বের অসম্ভব আজ হচ্ছে সম্ভব;
কোন সময়ের ধারনা কিংবা কল্পনা,
আজকে দেখ সেটি কল্পনা নয়;
হয়েছে চাক্ষুষ,প্রমানিত ও বাস্তব।
তাই তোকে মানব একবারে ধরেনা।