তোমার বিনিময়ে

___ ফয়সাল আহমেদ




ও মেয়ে ; আমি আমাকে চাই দিতে, শুধু তোমাকে তোমার বিনিময়ে।
বল মেয়ে ; নেবে কি না নেবে তুমি বল, মনে বড়ই আনন্দ নিয়ে

মোর জীবন নামের নদে, হয়ত নৌকা নাই, তাই ভেলা বানিয়ে ভাসাব
আর বহিবার তরে যদি, বৈঠা না পাই, তবে পাল তুলিয়ে দেব।
এই পাল তোলা ভেলায় চড়বে কি?  ভাসবে কি তুমি মেয়ে?
তবে আসো মনে স্ফূর্তি নিয়ে, আমি আছি তব পথ চেয়ে

জানি গোপাল-ভাঁড়ের বই, আমার কাছে নাই, তাই গল্প বানিয়ে শোনাব।
আর আমার প্রতি যদি, মনোযোগ পাই, তবে আমায় নিয়ে হাসাব।
এই বানানো গল্প শুনবে কি?  হাসবে কি তুমি মেয়ে?
তবে আসো মনে স্ফূর্তি নিয়ে, আমি আছি তব পথ চেয়ে