বঙ্গের প্রকৃতি


___ফয়সাল আহমেদ

মহীতে মনোহারিণী মোদের এ দেশ
চৌদিশ বৃক্ষ-পল্লব সুশোভন প্রাপ্ত ;
নদ-নদী  নিরবধি  চলছে পর্যাপ্ত ;
গিরি ও অরণ্যে ভূমি সুশোভিত বেশ।
বিহঙ্গের গুঞ্জরনে মোহগ্রস্ত রেশ!
হরেক পুষ্প হরেক রঙ্গে পরিব্যাপ্ত,
প্রজাপতি যেন তারি রঙ গুলো প্রাপ্ত ;
জানি গণনে এ শোভা, হবে না নিঃশেষ

মোদের এই দেশের প্রকৃতি-প্রতাপ;
মনোরথ ও স্ফূর্তিকে করে দেয় স্ফীতি,
বিচ্ছেদ করে মোদের গ্লানি-মনস্তাপ
প্রজনন করে  মনে  মহত্তর-প্রীতি
বঙ্গের প্রকৃতি-গুণ বড় বেশী ভারি
হৃদয়ে ভীষণ গর্ব লাগে মোর তারি