কাদঁতে দাও

___ফয়সাল আহমেদ


জীবনে মোর অনেক কষ্ট
আর আছে অনেক বেদনা।
তবে কেন বলছ আমায়,
“আর তুমি কেদঁনা ?”

হয়তবা এ কান্নার জলে
হবেনা নদী, হবেনা সাগর।
হয়তবা এ কান্নার জলে
ভাসবে না নগর, ভাসবেনা শহর।
তবু মোরে কাদঁতে দাও
দুর যদি হয় যাতনা।
তবে কেন বলছ আমায়,
“আর তুমি কেদঁনা ?”

আমি চলি যে নদীর কিনারা দিয়ে,
নাও এর ঘাটে ভিড়ার দায় ;
সেই আমার পদ চারনে,
সে কিনারায় ভেঙ্গে যায়।

আমি যে গাছে
শক্ত করে বাধিঁলাম বাসা ;
উত্তাল ঝড়ে সে গাছই যায় ভেঙ্গে ;
দূর্বল করে বেঁচে থাকার আশা।

আমি যে আলোকচ্ছটা দেখে
এগুতে চাই পথ প্রলভে ;
সে পথের আলো‘ই তখন
সহজেই যায় নিভে।

এভাবে মোর জমেছে কষ্ট,
আর জমেছে অনেক বেদনা।
তাই মোরে কাদঁতে দাও ;
তাতে আর, বারন করনা।












No comments:

Post a Comment