প্রেরনার বন আস্থার দিপন





প্রেরণার বন, আস্থার দীপন-
চেষ্টার তপন ; গতির বর্ধন।
প্রেরণার বন, আস্থার দীপন-
করে সারাক্ষণ, দুর্জয় দমন।
প্রেরণার বন, আস্থার দীপন-
সাহসিক মন, করে উৎপাদন।

প্রেরণার বন, আস্থার দীপন-
কর আলিঙ্গন ; করনা নিধন।
প্রেরণার বন, আস্থার দীপন-
কর সম্বোধন ; করনা তাড়ন।
প্রেরণার বন, আস্থার দীপন-
ব্যাপিয়া মরণ, রাখবে যতন।

প্রেরণার বন, আস্থার দীপন-
ভয়ের চেতন, করবে দমন।
প্রেরণার বন, আস্থার দীপন-
প্রচেষ্টা-পাবন, করবে সাধন।
প্রেরণার বন, আস্থার দীপন-
বিজয়ের ক্ষণ, করবে আপন।

প্রেরণার বন, আস্থার দীপন-
কর উৎপাদন ; কর বিসর্জন।
প্রেরণার বন, আস্থার দীপন-
দিলে কোন ক্ষণ, হবেনা ক্ষরণ।
প্রেরণার বন, আস্থার দীপন-
সবার বদন, করবে নন্দন।

No comments:

Post a Comment