চোখ ধাঁধানো সুন্দর (sonnet)





তোমার জন্যে হাজার মানবের ভীর,
চারিদিকে সৃষ্টি হবে, তব বেষ্টনীতে ;
যদি ঐ সুরৎ রয়  পর্দার মুক্তিতে
তৃষিত হবে না কেউ চক্ষু করে চির ;
ঝিমিয়ে যাবে পা দুটো- মনটা অস্থির
সবে হিসেব মেলাতে অক্ষম যুক্তিতে
ধাঁধাবে- এ কি দেখছি এই পৃথিবীতে!
চেতনা ভীষণ ভাবে হয়ে যাবে থির

তুমি সত্যি তীব্র চোখ ধাঁধানো সুন্দর
যার আধিক্যটা, হার মানায় চিন্তাকে
পৃথিবীতে কত গ্রাম, শহর, বন্দর!
যেন সবাই অক্ষম ডিঙ্গাতে তোমাকে
আমার দুচোখে তুমি একটাই মাত্র!
চুম্বকীয় সৌন্দর্যের  প্রতিমার গাত্র

No comments:

Post a Comment