শিলাবৃষ্টি (sonnet)




 


পা ভেজাতে চাইলাম শীতের শিশিরে,
মাতাব বলে হৃদয়, তার ঠাণ্ডা স্পর্শে
লিখিব বলে কবিতা, আজি তার হর্ষে
আমি যবে জুতা খুলে পা দিব শিশিরে,
তার পূর্বেই ঘটল  ঘটনা অচিরে
হঠাৎ তাকিয়ে দেখি, চোখে ফুল সর্ষে ;
ঝড়ো-ঝড়ো শিলাবৃষ্টি বর্ষে আর বর্ষে।
শিশির হল বিলীন পানিদের ভীরে

স্বপ্ন ছিল হৃদ-মাঝে পুলক মিশাব
কিন্তু যন্ত্রণা পেলাম শিলার আঘাতে
ইচ্ছা ছিল স্ফূর্তি যুক্ত কবিতা লিখিব
সে ইচ্ছেটা ভস্ম হল ভাগ্যের লেখাতে
তবুও থেমে থাকেনি কবিতা রচন
কবিতায়  যুক্ত  হল  বেদন-বচন

No comments:

Post a Comment