শিক্ষা উদ্যম পরিশ্রম


 

“শিক্ষাই জাতির মেরুদণ্ড”,  বলেছেন গুণীজন ;
তাই তো আমরা করছি সবাই,  শিক্ষা আহরণ।
এ মেরুদণ্ড যায় বেঁকে, হলে হেলায় নিমজ্জন ;
সোজা রাখতে করতে হবে, সর্বদা সাধ্য-সাধন।
আগ্রহ দিয়ে, প্রীতি নিয়ে, করবে লক্ষ নির্বাচন ;
ঐ পথেই চলবে তুমি, করবে চিন্তা প্রসারণ।
সূর্য যেমন নিজ অক্ষে, অটুট রয় সারাক্ষণ ;
তেমনি তুমি লক্ষে অটুট, নয়ত প্রাপ্তি পতন।
বল নিয়ে, উদ্যম দিয়ে, এগুবে বীরের মতন ;
সময় নিয়ে, শ্রম দিয়ে, করবে সব নিষ্পাদন।
হতাশা কিংবা দুরভিসন্ধিকে  করবে না বরণ ;
নিগড় পন্থে বন্দি থেকো, অবধি তোমার মরণ।
অপারগতার ভয়কে করনা কখনো  স্মরণ ;
সাহস দিয়ে হৃদয় তোমার, করে নাও রঞ্জন।
পৃথিবীতে আজ যারা সম্মানিত কিংবা শ্রেষ্ঠ জন ;
প্রথমে তারাও হামাগুড়ি দিয়ে শিখেছে চলন।
তাদের বিজয়ের রহস্য করে দেখ বিচক্ষণ ;
শিক্ষা, উদ্যম, পরিশ্রম- এদেরই প্রতিফলন।
 

No comments:

Post a Comment