ফেরারী মন

___ ফয়সাল আহমেদ

কিছুই ভাল লাগছেনা আমায়।
মনে হচ্ছে চারপাশটা স্থবির হয়ে আছে।
কি ভয়ানক সেই স্থবিরতা!
কোলাহলের মধ্যে থেকেও
মনে হচ্ছে, কেউ নেই আমার কাছে।
নেই কেউ ত্রি-সীমানার মাঝে।
নেই যেন কোন একটিও অনুজীব।
ফুলের সুরভীও যেন বিলীন হয়ে গেছে।
কেটে গেছে আকাশের নীল।
সুদর্শীত পাখীরাও চোঁখে পড়ে নাকো আর;
যদিও ঘোরে সর্বদায় আমার আগে-পিছে।
শ্যামল গ্রামের, নদীর তীরের রাস্তায়,
পদচারণা করতে ভাল লাগেনা আর।
সিংহভাগ সময় কেটেছে যেই বটতলার নিচে,
সেখানে গিয়েও বসলাম কয়েকটিবার।
তবু স্বস্থি লাগলনা; শান্তি আসলনা।
শুধু মনটা যেন আর্তনাদে ফেরারী হয়ে ঘুরছে।
 

 













No comments:

Post a Comment