দিন নয়, পরিবর্তন হয় চেতনা, পরিবর্তন হয় সময়

 .......ফয়সাল আহমেদ

 

আজকের রাতে মিট মিট করা জোনাকীগুলো এবং আকাশের বুকে চেয়ে থাকা সুন্দর ঐ চন্দ্রটাকে দেখে শৈশবের একটি স্মৃতি মনে পড়ে গেল। তখন ঠিক এমনি পরিবেশে, আমার বড় আপা একটি গান মাঝে মাঝেই গাইত। "আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ . . ." গানটা আমার এমনিতেই অনেক ভাল লাগে কিন্তু সেই তখনকার সময়ে, বড় আপুর গানটির কথা স্মৃতিচারণ করলে কেন জানি অনেক বেশী ভাল লাগে। এখন অন্যকোন শিল্পী কিংবা সেই আপুর কন্ঠে গেয়ে শোনা গানের মাঝেও সেরকম তৃপ্তি, সেরকম আমেজ, সেরকম অনুভুতি আর খুঁজে পাইনা। তখনকার দিনগুলোর কথা যদি আরো একটু স্বরণ করি তবে মনে পড়ে, বড় ভাইদের সংগে মাছ ধরতে যাওয়া, ফাঁদ পেতে পাখী ধরা, চুরি করে মার্বেল খেলা, বন্ধুদের সংগে মাঝে মাঝে স্কুল পালানো, এগুলোর সবকিছুই যেন ছিল প্রচন্ড আনন্দের। নয়ত সেসবের কথা মাঝে মাঝে এভাবে মনে পড়ে কেন? আর সেগুলো যদি এত আনন্দের'ই হবে, তাহলে এখন কেন সেই আনন্দগুলোকে আনন্দ বলে মনে হয় না? তবে কি সেই রং বেরংগের দিন গুলো আর নেই !!! হয়ত ধীরে ধীরে মানুষের রুচি, ব্যবহার, কৃষ্টি-কালচার এগুলোর পরিবর্তন হয়েছে। মানুষ বৃদ্ধির সাথে সাথে ভৌগলিক দিকটারও কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু আজও পূর্বের মতোই সূর্য উদিত হয়, অস্ত যায়। আজও পূর্বের মতোই ঝরো ঝরো বৃষ্টি হয়। কিন্তু সেগুলো শৈশবের মত করে, দেখার আগ্রহ হারিয়ে ফেলেছি। পরিবর্তন করে ফেলেছি, আমাদের নিজেদের চেতনাকে। আজকে ভাবছি, কিভাবে আগামী পরীক্ষাতে ভালো ফলাফল করব? কিভাবে একটি ভালো গার্ল/বয় ফ্রেন্ডকে হাত করতে পারব? কিভাবে নিত্য প্রয়োজনীয় চাহিদা গুলো মেটাবো। আবার দশ বত্‍সর পরে যখন দম্পত্তির জীবনে পা রাখব, তখন ভাবব, কিভাবে সংসারটাকে ভালভাবে গুচিয়ে নেব? কিভাবে সন্তানদের ভাল পথে নিযুক্ত করব? এসবকিছু। আর এগুলোর প্রত্যেকটিতে দিন নয়, পরিবর্তন হয় চেতনা, পরিবর্তন হয় সময়।

নিজ বাসভবন 19.10.2013

No comments:

Post a Comment