পেটা লোহা

___ ফয়সাল আহমেদ


হে নব জোয়ান, তুমি কেন চিন্তা কর!
তুমি শুধু রয়ে যাও, তব মত করে ;
তোমার দৈনন্দিনের  কার্য-হাল ধরে
পেটা লোহার সহিত মিছে কেন লড়!
হে নব জোয়ান, তুমি কেন চিন্তা কর?
কত প্রচেষ্টা করেছ কত দিন ধরে!
তবু সামান্য বাঁকেনি, সে তোমার তরে
তাই চেষ্টা থেমে দিয়ে, আজ ধৈর্য ধর

কোন একদিন,  সূর্য-তাপ তেজী হয়ে,
আঁকড়ে ধরিবে তার বাহুর চৌদিশে
তবে কি আর পারিবে,  সে অক্ষুণ্ণ রয়ে?
খুঁজে পাবে নাতো আর, অন্য কোন দিশে ;
শুধু লালে নেবে রূপ, তাপে জ্বলে জ্বলে ;






 

No comments:

Post a Comment