মেহেদি

___ ফয়সাল আহমেদ

কত সুক্ষভাবে ! কত সুন্দরভাবে !
সে কাহার কথা ভেবে ভেবে,
মেহেদি দিয়ে রাংগিয়েছ ঐ হাত?
আজি নির্ঘুম চোঁখে জেগে জেগে রাত।
সে কাহাকে দেখাবার তরে?
সে কি বাস করে, তোমার মনের কুটিরে?
নাকি এখনও জায়গাটায় করে দাওনি?
তাকে কি কখনও ডেকেছো, একটু একটু করে?
নাকি এখনও তাকে নিয়ে কল্পনায় করনি?
শুধু জানি, মাঝে মাঝে তোমারও মন,
কি জানি চায়;
কি জানি বলে যায় চুপে চুপে;
লুকোচুরি খেলে যায়;
বাসনার নীলিমায়, দ্বীধায়-দ্বীধায়। 




No comments:

Post a Comment